ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় ইতালিতে সব স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় ইতালিতে সব স্কুল বন্ধ ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ইতালিতে সব স্কুল আগামী ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার (০৫ মার্চ) থেকে আগামী ১০ দিনের জন্য বন্ধ থাকবে ইতালির সব স্কুল। এছাড়া, আগামী এক মাস আন্তর্জাতিক ফুটবল ম্যাচসহ সব ধরনের পেশাদার খেলা অভ্যন্তরে অনুষ্ঠিত হবে।

দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০৭ জন মারা গেছেন। দেশটির উত্তরাঞ্চলে আক্রান্তের সংখ্যা তিন হাজারেরও বেশি।

বিশ্বজুড়ে তিন হাজার দুশ’ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া, আক্রান্ত হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগের বসবাস চীনের মূল ভূখণ্ডে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।