ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী হামলা, নিহত ৩

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে আমেরিকান দূতাবাসের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আত্মঘাতী দুই হামলাকারীও নিহত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর বাইরে পুলিশসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

শুক্রবার (৬ মার্চ) তিউনিসের লাক জেলাধীন মার্কিন দূতাবাসের কাছে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

তিউনিসিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী জানান, শুক্রবার মোটরসাইকেল আরোহী দুই আত্মঘাতী বোমা হামলাকারী মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানেন। এতে ৫ পুলিশ ও এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন।  

তিউনিসিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন টিএপি জানায়, ওই বোমা হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।  

হামলার ব্যাপারে রয়টার্সকে ঘটনাস্থলের পাশের দোকানদার আমিরা জানান, আমরা ব্যাপক এক বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমরা দেখি মাটিতে হামলাকারী দুই সন্ত্রাসীর ছিন্নিভিন্ন দেহ পড়ে আছে। তারা মোটরসাইকেলে করে পুলিশের দিকে এগিয়ে যাচ্ছিলেন।   

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। কিন্তু বিভিন্ন সময় চরমপনন্থি গোষ্ঠী 'তাকফিরি' তিউনিসিয়ায় হামলা চালায়। গত গ্রীষ্মে ফরাসি দূতাবাসের কাছে হওয়া আরেক হামলার দ্য স্বীকার করেছিল আইএস। ওই হামলায় এক পুলিশ সদস্য নিহত হন।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।