ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমেরিকাতেও গেড়ে বসছে করোনা, মৃত বেড়ে ২শ’ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আমেরিকাতেও গেড়ে বসছে করোনা, মৃত বেড়ে ২শ’ 

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রও করোনা নিয়ন্ত্রণে পেরে উঠছে না। দিন দিন সেখানে গেড়ে বসছে এ ভাইরাস। এরই মধ্যে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২শ’ জনে। সার্বিক পরিস্থিতিতে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার ৪ কোটি মানুষকে ‘বাড়িতে থাকার’ নির্দেশ দেওয়া হয়েছে। 

অন্যদিকে ওয়াশিংটন অঙ্গরাজ্যও দ্রুত তার নাগরিকদের যার যার বাড়িতে ফিরতে পরামর্শ দিয়েছে, অন্যথায় অনির্দিষ্টকালের জন্য বাইরে থাকতে হতে পারে মর্মে সতর্কতা জানানো হয়েছে তাদের।   

রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

গভীর উদ্বেগ প্রকাশ করে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম জানান, জরিপ বলছে, করোনার ক্রমবর্ধমান প্রকোপে আগামী ৮ সপ্তাহের মধ্যে ক্যালিফোর্নিয়ার ৫৬ শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এতে করে প্রায় ২৯ হাজার নতুন হাসপাতাল বেড প্রয়োজন। ক্যালিফোর্নিয়া এই মুহূর্তে এতোটা সরবরাহ করতে পারবে না।  

তিনি জানান, আসন্ন সপ্তাহগুলোতে দ্বিতীয় বৃহত্তম মার্কিন অঙ্গরাজ্য লজ অ্যাঞ্জেলেসও করোনা ভাইরাসের বিরূপ প্রভাবের মুখে পড়বে।  

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার।  

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।