শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।
খবরে বলা হয়, ভারতে যাতায়াতের প্রধান মাধ্যম হলো গণপরিবহন।
এদিকে ভারতের রাজধানী দিল্লিতে চলাচলরত মেট্রোরেলগুলো জনপূর্ণ স্টেশনগুলোতে থামবে না বলে ঘোষণা দিয়েছে। কমিয়ে দেওয়া হয়েছে ট্রেনের সংখ্যা ও চলাচল। এছাড়া মেট্রোরেলে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে বলেও জানানো হয়।
অন্যদিকে মুম্বাইতেও রেলযোগাযোগ বন্ধ করে দেওয়ার ব্যাপারে ভাবা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতের বেশিরভাগ গুরুত্বপূর্ণ শহরেই বর্তমানে বাস চলাচলও সীমিত হয়ে পড়ছে।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এইচজে