ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে শিখ গুরুদুয়ারায় হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
কাবুলে শিখ গুরুদুয়ারায় হামলা, নিহত ১১

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক শিখ গুরুদুয়ারায় হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। হামলায় এ পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে হামলার খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, স্থানীয় সময় সকাল ৭টা ৪৫মিনিটে কাবুলের পুরনো শহরের শোর বাজারে অবস্থিত এ গুরুদুয়ারায় হামলা চালায় বন্দুকধারীরা।

হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আসে। বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষ এখনো চলেছে।

এদিকে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় এ পর্যন্ত ১১ জন নিহত ও ১০ জনের বেশি আহত হয়েছেন।

আফগান আইনসভার শিখ সদস্য নরেন্দ্র সিং খালসা সংবাদমাধ্যমকে জানান, হামলায় পরপর তিনি গুরুদুয়ারা থেকে এক প্রার্থনাকারীর ফোন পান।

তিনি জানান, প্রায় ১৫০ জন প্রার্থনাকারী হামলার কারণে গুরুদুয়ারায় আটকে পড়েছেন।

প্রাথমিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার না করেনি। তবে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটবার্তায় জানিয়েছেন, তালেবান এ হামলার সঙ্গে সম্পৃক্ত নয়।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।