বেইজিং: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের কেন্দ্রীয় ব্যাংককে লক্ষ্য করে নতুন অবরোধ আরোপ বিল অনুমোদনের পর বুধবার এই প্রতিক্রিয়া জানাল চীন।
আন্তর্জাতিক আপত্তি উপেক্ষা করে ইরান পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে অভিযোগে গত নভেম্বরেই যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডা ইরানের বিরুদ্ধে বর্ধিত আকারে অবরোধ আরোপের ঘোষণা দেয়।
তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, তারা পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে শুধূ চিকিৎসা এবং জ্বালানি উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য।
এর ভিত্তিতে ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপের মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেছেন, ‘আন্তর্জাতিক আইনের ওপর রাষ্ট্রীয় আইন চাপানো এবং অন্য দেশের ওপর একতরফাভাবে অবরোধ আরোপের বিরোধিতা করে চীন। ’
সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং চীন বড় দুই অর্থনৈতিক অংশীদারে পরিণত হয়েছে। তেহরানের বিরুদ্ধে পশ্চিমাদের অবরোধ আরোপের প্রেক্ষিতে ইরান থেকে পশ্চিমা কোম্পানিগুলো ক্রমে বিনিয়োগ উঠিয়ে নেওয়ার সুযোগে সেখানে চীনের বিনিয়োগ বাড়ছে।
এছাড়া, চীন এবং রাশিয়া ইরানের প্রধান দুই মিত্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে যে কোনো উদ্যোগে এই মিত্রদ্বয় সব সময় নমনীয় অবস্থান নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১