ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাজিলের মিনাস গেরিসে ভয়াবহ বন্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, জানুয়ারি ৫, ২০১২
ব্রাজিলের মিনাস গেরিসে ভয়াবহ বন্যা

মিনাস গেরিস: ব্রাজিলের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রচন্ড বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ছয় জন মারা গেছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

এর ফলে মিনাস গেরিসের ৬৬ টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।



ভূমিধসের ফলে একটি বাস স্টেশন ধ্বংস হয়ে যায়। এসময় ওরো পেট্রো শহরের দুই ট্যাক্সিচালক মারা যায়।

বন্যার কারণে পাহাড় বেষ্টিত অঞ্চল রিও ডি জেনেরি ক্ষতিগ্রস্থ হওয়ার উপক্রম হয়েছে। গত বছরও অধিক বৃষ্টির কারণে ক্ষতির সম্মুক্ষীন হয়েছিল এই অঞ্চলটি।

ব্রাজিলের পশ্চিমাঞ্চলে গ্রীষ্মকালে বন্যা একটি নিয়মিত ঘটনা। ব্রাজিলের আধাসামরিক প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশজুড়ে এই বছর বৃষ্টিতে দুই মিলিয়নের বেশি লোক ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রায় দশ হাজার তিনশ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং তিনহাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ সময় : ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ০৫ ,২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।