ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির জন্য নতুন প্রতিরক্ষা নীতি উন্মুক্ত করেছেন। আর এবারের নীতি হলো পূবে তাকাও নীতি।
বৃহস্পতিবার ওবামা পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এতথ্য দেন। এসময় প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেটার উপস্থিতিতে একটি লিখিত কৌশলপত্র পেশ করা হয়।
এই নীতি অনুযায়ী পূর্বদিকে মার্কিন সেনাদের উপস্থিতি বাড়বে এবং সেনা উপস্থিতি কমবে ইউরোপে।
নতুন এই নীতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতাবৃত্ত বাড়ানোর প্রতিও জোর দেওয়া হয়েছে। এছাড়াও দেশটির প্রতিরক্ষা বাজেট থেকে ৪৫ হাজার কোটি টাকা বাজেট সংকোচন করার ঘোষণা দেন বারাক ওবামা।
এসময় ওবামা বলেন, ‘যদিও আফগানিস্তানে আমাদের সেনারা যুদ্ধ করছে। দায়িত্ব এবং প্রয়োজনের খাতিরেই তারা যুদ্ধ করছে। আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে সামনে এগিয়ে যাবো। শান্তি প্রতিষ্ঠার আর এই অঞ্চলগুলোতে আমরা অনেক বিনিয়োগ করছি। ’
সংবাদ সম্মেলন থেকে ওবামা মার্কিন সেনাবাহিনী থেকে সেনাসংখ্যা ১৫ শতাংশ কমানোর কথাও বলেন। তবে পূর্ব দিকে সম্প্রসারণ নীতির কারণে কিভাবে এই সেনা সংখ্যা কমানো হবে তা জানাননি তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২