ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নির্বাচন করার অনুমোদন পেল সু চি’র দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, জানুয়ারি ৬, ২০১২
নির্বাচন করার অনুমোদন পেল সু চি’র দল

ইয়াঙ্গুন: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি নির্বাচন করার অনুমোদন পেয়েছে। দেশটির সরকার এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন অং সান সু চি।



টানা দুই দশক নিষেধাজ্ঞা থাকার পর আবারও নির্বাচন করার অনুমোদন পেল দলটি।
 
সু চি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘আমরা এখন আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়েছি। ’

তবে তিনি কবে নাগাদ নির্বাচন হবে এবং এতে তার দলের কোন কোন প্রার্থী অংশগ্রহন করবেন এবিষয়ে কিছু বলেননি। কিন্তু দলের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের প্রার্থীদেরও নথিভুক্ত করার সময় এসে পড়েছে। ’

এদিকে সু চি’র দলের অনেক নেতাই নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার জন্য বেশ প্রচারণা চালাচ্ছেন।
 
এনএলডি মুপাত্র নয়ন উইন বলেন, ‘আগামী সোমবার থেকে এনএলডি নতুন কর্মী সংগ্রহ শুরু করবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রার্থীদের যাবতীয় তথ্যাদি জমা দিতে হবে। ’

সম্প্রতি পশ্চিমা নেতারা বেশ ঘটা করেই মিয়ানমার সফর করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পর সফর করে গেলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।