ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় বেতনের দাবিতে সেনাদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, জানুয়ারি ৬, ২০১২
লিবিয়ায় বেতনের দাবিতে সেনাদের বিক্ষোভ

বেনগাজি: লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে কয়েকশ সেনাসদস্য প্রতিবাদ সমাবেশ করেছে। বেতন দেওয়া হচ্ছে না এবং বেতনের অর্থ দেশটির মিলিশিয়া বাহিনী নিয়ে যাচ্ছে এই দাবি জানিয়ে বৃহস্পতিবার তারা বিক্ষোভ করে।



একই সঙ্গে তারা নতুন জাতীয় সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয় বলেও প্রতিবাদ সমাবেশ থেকে জানানো হয়।

বেনগাজির কেন্দ্রিয় ব্যাংক শাখার সামনে এসময় সেনাসদস্যরা দেশটির মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয়। এসময় তাদের পরিহিত ছিল সেনাবাহিনীর পোষাক এবং প্রত্যেকেই স্বশস্ত্র ছিল।

বিক্ষোভরত সেনাদের মধ্য থেকে আল মোবারক আবদুল্লাহ আল ওরাবি বলেন, ‘নতুন সরকার নতুন সেনাবাহিনী তৈরির দিকে বেশি নজর দিচ্ছে। কিন্তু আমরা যে বেতন পাচ্ছি না সেদিকে কোনো খেয়াল নেই। ’

ওরাবি আগে সেনাবাহিনীর হিসাবরক্ষক বিভাগে কাজ করতেন। কিন্তু তাকে সেখান থেকে স্থানান্তর করে সেনাবাহিনীর পুলিশ বিভাগে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
 
তিনি আরও বলেন, ‘গত তিনমাস ধরে আমরা বেতন পাচ্ছি না। জাতীয় পরিষদ লিবিয়ার নতুন সেনাবাহিনী তৈরি করছে। আর এক্ষেত্রে তারা মিলিশিয়াদেরই প্রাধান্য দিচ্ছে। ’
 
অপরদিকে লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের চেয়ারম্যান মুস্তফা আবদুল জলিল সতর্কবানী উচ্চারণ করে বলেন, ‘দেশের এই অবস্থায় যেকোনো মুহুর্তে বিদ্রোহী সেনাসদস্যরা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।