ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্কের সাবেক সেনাপ্রধান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, জানুয়ারি ৬, ২০১২
তুরস্কের সাবেক সেনাপ্রধান গ্রেপ্তার

ইস্তামবুল: তুরস্কের সাবেক সেনাপ্রধান জেনারেল ইলকার বাসবাগকে গ্রেপ্তার করা হয়েছে। তথাকথিত এরজেনকন নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা বিভাগ থেকে জানানো হয়েছে।



জেনারেল বাসবাগ ২০১০ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন। এরজেনকন নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনিই সর্বোচ্চ পদাধিকার প্রাপ্ত ব্যক্তি।

কৌসুলিরা জানান, ২০০৩ সালে চরমপন্থী জাতীয়তাবাদী গ্রুপ প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে। সেই চেষ্টার সঙ্গে বাগবাসও জড়িত ছিলেন।

কিন্তু জেনারেল বাসবাগ এই অভিযোগ অস্বীকার করেছেন। ইতোমধ্যেই ৪০০ জন সন্দেহভাজনকে ওই ঘটনার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।

আইনজীবীদের বরাত দিয়ে তুরস্কের একটি সংবাদ মাধ্যম জানান, ‘এটা সত্যিই বেদনাদায়ক ঘটনা। যে মানুষ একসময় সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছেন সেই মানুষই আবার সন্ত্রাসী গ্রুপকে নির্দেশনা দিয়েছেন। ’

সরকার বিরোধী এরজেনকন প্লটের জন্য সেনাবাহিনীর কিছু অংশ এবং সেক্যুলারপন্থীদের দায়ি করা হয়। কিছু সেনাসদস্যকে ইতোমধ্যেই বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।