ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাঁচশ রাজবন্দীকে মুক্তি দিয়েছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, জানুয়ারি ৬, ২০১২
পাঁচশ রাজবন্দীকে মুক্তি দিয়েছে সিরিয়া

বৈরুত: সরকার বিরোধী প্রায় পাঁচ শাতধিক বন্দীকে মুক্তি দিয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়াত্ব প্রচারমাধ্যম থেকে এতথ্য জানানো হয়।



সম্প্রতি আরব লীগ সিরিয়ার আসাদ সরকারের প্রতি দীর্ঘ নয়মাসের অস্থিতিশীল অবস্থা নিরসনের দাবি জানিয়েছে।
 
একশ সদস্য বিশিষ্ট আরব লীগের একটি পরিদর্শক দল এখন সিরিয়ায় অবস্থান করছে। এসময় পরিদর্শক দল শহরগুলো থেকে নিরাপত্তা বাহিনী এবং ভারি অস্ত্রশস্ত্র সড়িয়ে নিয়ে বলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে।
 
সিরিয়ার বিভিন্ন শহর থেকে নিরাপত্তা বাহিনী এবং ভারি অস্ত্রশস্ত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে তারা সফল হয়েছে বলে দাবি করছে আরব লীগ গ্রুপ।
 
যদিও আসাদ বিরোধীরা দাবি করছে, সরকার আরব লীগকে সত্যি ঘটনা জানতে দিচ্ছে না। যেসকল এলাকা আসাদের প্রতি অনুগত সেসব জায়গাতেই পরিদর্শন করানো হচ্ছে পরিদর্শক দলকে। এখনও আমাদের ওপর নির্যাতন অব্যাহত আছে।
 
আরব লীগ প্রধান নাবিল এলারবে বলেন, ‘চলতি সপ্তাহে সিরিয়া সাড়ে তিনহাজার বন্দীকে মুক্তি দিয়েছে। ’

কিন্তু অপরদিকে সরকার বিরোধীরা বলছে, সিরিয়ার কারাগারে এখনও পঁচিশ হাজার রাজবন্দী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।