ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দামেস্কে শক্তিশালী বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, জানুয়ারি ৬, ২০১২
দামেস্কে শক্তিশালী বোমা বিস্ফোরণ

দামেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের মাইদান জেলায় এক শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বোমা হামলার সংবাদ প্রচার করা হয়।



বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ‘সরকার বিরোধী বিক্ষোভস্থলেই বোমা বিস্ফোরিত হয়। বিস্ফারণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। ’
 
সম্প্রতি মাত্র দুই সপ্তাহ আগে আরেক বোমা হামলায় ৪৪জন বেসামরিক মানুষ নিহত হয় দামেস্কে। সেসময় ওই হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেয় সিরিয়া কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।