জুবা: দক্ষিণ সুদানে গেল সপ্তাহের জাতিগত দাঙ্গায় তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়াও এই জাতিগত দাঙ্গায় কয়েক হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে বলেও জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
জংগেলি রাজ্যের প্রাদেশিক কমিশনার জশুয়া কুনি বলেন, ‘এখানে গণহত্যা হয়েছে। আমরা মৃতদেহ গননা বন্ধ করে দিয়েছি। মৃতদের মধ্যে রয়েছে ২১৮২ জন নারী-শিশু এবং ৯৫৯ জন পুরুষ। ’
যদিও এখন পর্যন্ত জাতিসংঘ এবং দক্ষিণ সুদানের সেনাবাহিনী মৃতের সংখ্যা সম্পর্কে কিছুই বলেনি। সেজন্য আঞ্চলিক তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।
আর যদি জাতিসংঘ এই মৃতের সংখ্যা নিশ্চিত করে তাহলে দক্ষিণ সুদানের জন্মের পর এটাই হবে সবচেয়ে ভয়াবহ হত্যাকান্ড। গত বছরের জুলাই মাসে সুদান থেকে ভাগ হয়ে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান।
গেল সপ্তাহে পিবর শহরে লৌ নুয়ের গোষ্ঠির প্রায় ছয় হাজার স্বশস্ত্র তরুনকে মার্চ করতে দেখা গেছে। তারা পিবরের জনগণের ওপর চড়াও হয়। অবশেষে যখন সরকারি বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করে তখন তারা নির্যাতন বন্ধ করে চলে যায়।
এখন পর্যন্ত কয়েক হাজার শিশু নিখোঁজ। স্থানীয় ভাষ্যমতে, এখানকার বাসিন্দদের দশ হাজার গরু চুরি হয়ে গেছে।
উল্লেখ্য, পিবর এলাকার বেশিরভাগ বাসিন্দাই মুরেল গোষ্ঠির।
জংগেলির তথ্য মন্ত্রী আইজাক আজিবা বলেন, ‘হ্যা সেখানে অনেকেই নিহত হয়েছেন। কিন্তু ঠিক কি পরিমান নিহত হয়েছেন তা জানা যায়নি। ’
অপরদিকে দক্ষিণ সুদান সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ আগুয়ার বলেন, ‘আমরা আমাদের সেনাবাহিনীর দেওয়া রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্রতিটি গ্রামে গিয়ে মৃতদেহ গুনেই এরপর বলতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২