ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে দুই ব্রিটিশ নিরাপত্তা ঠিকাদার আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, জানুয়ারি ৬, ২০১২
আফগানিস্তানে দুই ব্রিটিশ নিরাপত্তা ঠিকাদার আটক

লন্ডন: অবৈধভাবে অস্ত্র পরিবহনের দায়ে দুই ব্রিটিশ বেসরকারি নিরাপত্তা ঠিকাদার এবং তাদের দুই আফগান সহযোগীকে আটক করেছে আফগানিস্তানের পুলিশ।

ব্রিটিশ ঠিকাদারদের বহনকারী একটি গাড়ি তল্লাশি করে অনেকগুলো অস্ত্র উদ্ধার করে।

এই ঘটনার জেরে শুক্রবার তাদের আটক করা হয়। সেই সঙ্গে আফগানিস্তান থেকে অবিলম্বে কোম্পানি গুটিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর ফলে আফগানিস্তানে নিরাপত্তা সংক্রান্ত ঠিকাদারিতে নিয়োজিত কয়েক ডজন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাগ্য ঝুলে গেল।

এই নিরাপত্তা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো মূলত সংঘাত পীড়িত আফগানিস্তানে বিভিন্ন  সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মালামাল পরিবহন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্থাপনায় এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা রক্ষী সরবরাহ করে থাকে।

এদিকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নিন্দিত আফগানিস্তানে কর্মরত প্রায় ১০৩টি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী মার্চের মধ্যে পাত্তারি গোটানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।

তার অভিযোগ, বেশিরভাগ ঠিকাদারি প্রতিষ্ঠান আফগান পুলিশ এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণকে অবজ্ঞা করে বিভিন্ন মিলিশিয়া গ্রুপকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। একারণে আফগানিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

ব্রিটিশ ঠিকাদারদেরি আটকের ব্যাপারে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদিকি বলেন, গত মঙ্গলবার আফগান পুলিশ কাবুলের একটি চেকপোস্টে ব্রিটিশ ঠিকাদার বহনকারী একটি  গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধাতব বাক্সের ভেতর থেকে কম্বলে মোড়ানো অবস্থায় প্রায় দু’ডজনেরও বেশি একে- ৪৭ রাইফেল উদ্ধার  করে।

জব্দ অস্ত্রগুলোর গায়ের ক্রমিক নম্বর ঘষে তুলে ফেলা হয়েছিল এবং আটক ব্যক্তিদের কাছে অস্ত্রগুলোর কোনও বৈধ কাগজপত্রও ছিল না।

মামলাটি তদন্তের জন্য আফগানিস্তানের এটর্নি জেনারেল বরাবর পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

ইতোমধ্যেই ওই অভিযুক্তদের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান গার্ডাওয়ার্ল্ডকে অবিলম্বে আফগানিস্তানে ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া এ ব্যাপারে কোম্পানির অন্য কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যায়।

 সাংবাদিকরা অভিযুক্ত প্রতিষ্ঠান গার্দাওয়ার্ল্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

গার্ডাওর্য়াল্ড মূলত পৃথিবীর সবচে অস্থিতিশীল অঞ্চলে কাজ করে। যুদ্ধ বিধ্বস্ত ইরাক, সংঘাত পীড়িত পাকিস্তান, ইয়েমেন এবং হাইতিতে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু রয়েছে।

এদিকে আফগানিস্তানে ব্রিটিশ নাগরিক আটকের ঘটনায় কাবুলে ব্রিটিশ দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে তাদের প্রতিক্রিয়ায় জানায়। তবে আটক ব্রিটিশ নাগরিকদের আইনগত সুবিধা দেওয়ার ব্যাপারে তারা উদ্যোগ নেবে বলেও জানিয়েছে।

প্রসঙ্গত, আফগানিস্তানে কর্মরত বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিতর্কিত কর্মকাণ্ডের খবর মাঝে মধ্যেই সংবাদ মাধ্যমে আসে।

২০০৮ সালে বিশ্বের কুখ্যাত বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ব্ল্যাকওয়াটার যা বর্তমানে  ‘এক্স-ই সার্ভিস’ নামে পরিচিত, একটি চেক পোস্টে তাদের গাড়ি থামানোর জন্য এক আফগান সেনাকে মাটিতে গড়াগড়ি দিতে বাধ্য করেছিল।

এইসব ঘটনার কারণে সাধারণ আফগান নাগরিকদের মনে এই সব বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। এর প্রেক্ষিতেই প্রেসিডেন্ট হামিদ কারজাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।