ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দামেস্কে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, জানুয়ারি ৬, ২০১২
দামেস্কে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

দামেস্ক: সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সিরিয়ার রাজধানী দামেস্কের মাইদান জেলায় এক শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। শুক্রবারের এই হামলায় আহত হয়েছে আরও ৪৬ জন।

এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক লোক।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই খবর নিশ্চিত করেছে।

মাত্র দুই সপ্তাহ আগে পৃথক বোমা হামলায় ৪৪ জন বেসামরিক মানুষ নিহত হয় দামেস্কে। সেসময় ওই হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেয় সিরীয় কর্তৃপক্ষ।

এদিকে এমন সময় এই হামলার ঘটনার ঘটল যখন সম্প্রতি আরব লিগের একটি কমিটি সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন নিয়ে আলোচনা শুরুর আর দুই দিন বাকি।

আরব লিগের শর্ত অনুযায়ী, সিরিয়াতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দমনমূলক আচরণ বন্ধ করেছেন কি না তা পর্যবেক্ষণ করতে এই কমিটি সিরিয়া সফর করেছে।

এই বৈঠকেই নির্ধারিত হবে, পর্যবেক্ষক কিমিট তাদের মিশন অব্যাহত রাখবেন নাকি বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হাতে ছেড়ে দেওয়া হবে।

শুক্রবার বিকেলের দিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, মেইদান জেলার কেন্দ্রে বিস্ফোরণস্থলে রক্তের দাগ এবং আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে পড়ে রয়েছে।

স্থানীয় লোকেরা এটা সন্ত্রাসীদের কাজ বলে চিৎকার করে বলছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।