নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে সবচে বেশি বিক্রিত ট্যাবলয়েড পত্রিকা নিউইয়র্ক ডেইলিতে প্রধান সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন কলিন মাইলার। মিডিয়া মুগল রুপার্ট মারডকের লন্ডন ভিত্তিক ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ সম্পাদক ছিলেন তিনি।
গত বছর ফোনে আঁড়িপাতা কেলেঙ্কারির জের ধরে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়।
বহু অভিজ্ঞতায় ঋদ্ধ ৫৯ বছর বয়সী কলিন মাইলার নিউইয়র্ক শহরে সবেচ বেশি বিক্রিত পত্রিকাটির প্রধান সম্পাদক কেভিন কনভের স্থলাভিষিক্ত হলেন।
মাইলার এর আগে দ্য সান, ডেইলি মেইল, সানডে মিরর এবং ডেইলি মিররের মতো পত্রিকা সম্পাদনা করেছেন।
২০০৭ সালে মারডকের দ্য নিউজ অব দ্য ওয়ার্ল্ডে যোগদানের আগে তিনি মারডকেরই নিউইয়র্ক পোস্টের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ফোনে আঁড়িপাতা কেলেঙ্কারির দায়ে গত বছর কলিন মাইলারকে ব্রিটিশ পার্লামেন্টে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই ধারাবাহিকতায় দ্য নিউজ অব দ্য ওয়ার্ল্ড গত জুলাইয়ে বন্ধ করে দেন মারডক।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২