ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মারুতি সুজুকির ৪টি নতুন গাড়ি আসছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, জানুয়ারি ৬, ২০১২
মারুতি সুজুকির ৪টি নতুন গাড়ি আসছে

নয়াদিল্লি: ভারতের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারি প্রতিষ্ঠান মারুতি সুজুকি ২০১২ সালে কমপক্ষে ৪টি নতুন মডেলের গাড়ি  বাজারে আনার সিদ্বান্ত নিয়েছে।

২০১১ সালে ব্যবসায় মন্দা কাটিয়ে উঠতে এবং ৪০ শতাংশ কমে যাওয়া মার্কেট শেয়ার পুনরুদ্ধার করার লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নিয়েছে তারা।



একাধিক আরোহীর নতুন ‘এরতিগা’ মডেলের একটি কম্পেক্ট ভারসন ‘ডিজায়ার’ এবারের বাজার মাত করবে বলে ধারণা করছে কোম্পানিটি।

কে-১৪ ইঞ্জিন চালিত এই মডেলের গাড়িটি ২০১৫ সালের মধ্যে ৫০ শতাংশ বাজার দখল করতে পারবে বলে আশা করা হচ্ছে। যদিও এ বছরের এর উৎপাদন নিয়ে শঙ্কা কাটেনি।

গত বৃহস্পতিবার দিল্লিতে ১১তম গাড়ি প্রদর্শনীতে ভারতে নিযুক্ত মারুতি সুজুকির ব্যাবস্থাপনা পরিচালক নাকানিশি বলেন, ‘২০১০-১১ অর্থবছরের তুলনায় এ বছর বিক্রি কমবে। ধর্মঘটের কারণে প্রায় এক লাখ গাড়ি উৎপাদন কমেছে। এই সমস্যা এই অর্থবছরে বাজারে চাহিদায় প্রভাব ফেলবে। ’

বহুল জনপ্রিয় ‘অ্যালটো’র আরও হালনাগাদ সংস্করণ বের করারও চিন্তা করছে মারুতি। এই মডেলটি ১৯৯৯ সাল থেকে আজ পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই বাজারে চলছে।

পাশাপাশি প্রতিষ্ঠানটি একটি নতুন ৮০০ মডেল তৈরি করতে যাচ্ছে যা পুরাতন মডেল এম৮০০ এর পরিবর্তিত রুপ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।