ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আলোচনায় বসতে মোল্লা ওমরের দুই শর্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, জানুয়ারি ৬, ২০১২
আলোচনায় বসতে মোল্লা ওমরের দুই শর্ত

কাবুল: আফগানিস্তান তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা মোহাম্মদ ওমর শর্তসাপেক্ষে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে শান্তি আলোচনায় শুরুর কথা নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০১১ সালের নভেম্বরে তিনি তালেবান যোদ্ধাদের আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর বিরুদ্ধে বিরামহীন লড়াই চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।


২০০১ সালে টুইনটাওয়ার হামলার জেরে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক অভিযানে তৎকালীন তালেবান সরকার ক্ষমতাচ্যুত হলে প্রাণে বেঁচে যান মোল্লা ওমর।

তবে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সম্প্রতি তালেবান নেতা মোল্লা ওমর যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার প্রাক শর্ত হিসেবে মোল্লা ওমর দুটি দাবি তুলেছেন। এক, কিউবার গুয়ানতানামো বে করাগারে বন্দি সব আফগান নাগরিককে মুক্তি। দুই আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে।

এর প্রতিক্রিয়ায় মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়ানতানোমা বে বন্দিশালা  থেকে তালেবান সদস্যদের মুক্তির ব্যাপারে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি।

সম্প্রতি কাতার এবং জার্মানিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবান প্রতিনিধিদের বৈঠকে হয়েছে। কাতারে একটি রাজনৈতিক কার্যালয় খোলার ব্যাপারেও উভয় পক্ষ এক মত হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।