কুয়ালালামপুর: শেষ পর্যন্ত বিরোধী নেতা আনোয়ার ইব্রাহীমের সমর্থকদের মিছিল করার অনুমতি দিল মালয়েশীয় পুলিশ। এই মিছিল আগামী সোমবার অনুষ্ঠিত হবে।
আনোয়ারের দল পিকেআর ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, তারা সোমবার আদালতের বাইরে এক লাখ লোক জড়ো করবে।
পুলিশ বলেছে, বিরোধী দলের সমর্থকদের আদালতের বাইরের পার্কিং লটে হাইকোর্টের রায় ঘোষণার সময়ে জড়ো হওয়ার অনুমতি দেওয়া হবে।
তবে আনোয়ার ইব্রাহীমের মামলার রায় ঘোষণার প্রাক্কালে সরকারকে যথেষ্ট সর্তক বলেই মনে হচ্ছে। তারা গত বছরের ৯ জুলাই আনোয়ারের পক্ষে অনুষ্ঠিত ব্যাপক বিক্ষোভের বিষয়টি স্মরণে রেখে সে ঘটনার পুনরাবৃত্তি হোক তা চাইবে না। সেদিন বিক্ষোভকারীদের ওপর পুলিশ দমনমূলক আচরণে দেশে-বিদেশে ব্যাপকভাবে ইমেজ সঙ্কটের মুখোমুখি হয় মালয়েশীয় সরকার।
এদিকে, শুক্রবার (০৬ জানুয়ারি) আনোয়ার ইব্রাহীম কুয়ালালামপুরের বাইরে তার সমর্থকদের সঙ্গে শুক্রবারের নামাজে অংশ নেওয়ার সময় প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত ২০০৮ সালে আনোয়ারের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ আনা হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তার বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়। অবশ্য আনোয়ার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখান করে বলেছেন, সরকার রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েই তার বিরুদ্ধে মামলা সাজিয়েছে।
৬৪ বছর বয়সী এই বিরোধী নেতা ২০ বছরের কারাবাসের সম্মুখীন হতে পারেন যদি সোমবার আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। এর ফলে তার রাজনৈতিক জীবনেরও পরিসমাপ্তি ঘটবে। এ ঘটনা একইসঙ্গে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাকেও ধুলিসাৎ করবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
অপরদিকে, রায় সম্বন্ধে মিশ্র অভিমত ব্যক্ত হলেও শেষ মুহুর্তে পুলিশ আনোয়ার সর্মথকদের সমাবেশ করার অনুমতি দেওয়ার বিষয়টি তার খালাস বা সহজ কোনও রায় হবার রাস্তা ইঙ্গিত বহন করেছে বলে মনে করছেন অনেকে।
একইসঙ্গে, বিরোধীদলের মধ্যে আনোয়ার ইব্রাহীমের উত্তরাধিকার নির্বাচনই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি তিনি আবারও লৌহ গরাদের অন্তরালে চলে যান।
এই পরিপ্রেক্ষিতে বিরোধীদল কেদিলান রাকায়েত বা পিকেআর এর ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজ্জাহ বলেন, ‘এই মুহূর্তে তার (আনোয়ারের) ফিরে আসার দিকে তাকিয়ে থাকা গুরুত্বপূর্ণ নয় । এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সংস্কারের জন্য লড়াই। আমরা এর জন্যে অপেক্ষা করতে পারি না এবং যদি খোদা না করুন তারা ( সরকার) তার সঙ্গে সম্ভব নিকৃষ্ট কিছুই ঘটায় তবে আমাদের একজোট হয়ে কাজ করতে হবে মালয়েশিয়ার সুন্দর ভবিষ্যতের জন্য। ’
তবে ঘটনা যাই হোক, বিশ্লেষকদের মতে সোমবারের রায় মালয়েশিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে।
বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২