ওয়েলিংটন: নিউজিল্যান্ডের কার্টারটন শহরের কাছে গরম বাতাস চালিত একটি বেলুন দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। নিহতরা সবাই ওই বেলুনে করে উড়ছিলেন।
নিহতদের মধ্যে একজন ওই বেলুনের চালক। অন্যারা দম্পতি।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শী জানায়, বেলুনটি মাটিতে নামার সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তা টুকরো টুকরো হয়ে যায়।
রাজধানী ওয়েলিংনটন থেকে ৮০ কিলোমিটার দূরে ওয়াইরারাপা রাজ্যে এ ঘটনা ঘটে। এলাকাটি বেলুন ওড়ানোর জন্য অনেক জনপ্রিয়।
প্রত্যক্ষদর্শী বেভান লেমবেস এক সংবাদ সংস্থাকে জানান, প্রথমে বেলুনটিতে আগুন ধরে। মনে হচ্ছিল কেউ এটিকে ধরে নিচে নামাচ্ছে। বেলুনটি বৈদ্যূতিক খুঁটির মাথায় ধাক্কা খায় এবং ভেঙে চুরমার হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২