ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, জানুয়ারি ৭, ২০১২
নাইজেরিয়ায় খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা, নিহত ১৭

আবুজা: নাইজেরিয়ায় আবারো সাম্প্রদায়িক সহিংসতার আগুন ছড়ালো। এবারের সহিংসতায় মারা গেল কমপক্ষে ১৭ জন মানুষ।

শনিবারের এই হামলা মূলত খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে হয়েছে বলে গণমাধ্যম জানাচ্ছে।

নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের মুবি শহরের টাউন হলে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায় ভুক্ত ইগবু গ্রুপের সভায় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে বৈঠকে অংশ নেওয়া ১৭ জন লোক মারা যায় বলে জানায় কর্তৃপক্ষ।

একই দিন আদামাওয়া রাজ্যের রাজধানী ইওলাতেও ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে।

এদিকে দেশটির জঙ্গি সংগঠন বোকো হারাম গত বৃহস্পতিবার রাতে মুবি শহরে চালানো হামলার দায় স্বীকার করেছে। একই সময় গবিতে চালানো হামলার দায়ও স্বীকার করে তারা। গবিতে চালানো হামলায় ছয়জন লোক মারা যায়।


বোকো হারামকে নাইজেরিয়ার উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে সাম্প্রতিক সময়ে চালানো বেশ কিছু হামলার জন্য দায়ী বলে মনে করা হয়।

এর মধ্যে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনের রাতে রাজধানী আবুজার একটি গির্জায় চালানো হামলার ঘটনা সবচেয়ে ভয়াবহ।

জঙ্গী সংগঠন বোকো হারামের একটি  অংশ নাইজেরিয়া থেকে খ্রিস্টান এবং সর্বপ্রাণবাদীদের যারা মূলত দেশটির দক্ষিণাংশের অধিবাসী তাদেরকে দেশের মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চল ছেড়ে চলে যাবার জন্য হুমকি দিয়ে আসছে।

দেশটিতে চলমান সহিংসতার প্রেক্ষাপটে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন গত সপ্তাহে সহিংসতা প্রবণ ইওবো এবং বর্নো রাজ্যসহ দেশের বেশ কয়েকটির রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।