লন্ডন: পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার ইরানি হুমকি ঠেকাতে সেখানে সবচে শক্তিশালী যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ব্রিটেন।
লন্ডনভিত্তিক দৈনিক টেলিগ্রামে এই খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ‘এইচএমএস ডেয়ারিং’ নামের টাইপ-৪৫ ডেস্ট্রয়ারটি আগামী বুধবার পোর্টসমাউথ থেকে যাত্রা করবে এবং জানুয়ারির শেষ নাগাদ পারস্য উপসাগের জলসীমায় পৌঁছবে।
ইরানের পক্ষ থেকে আসা যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো প্রযুক্তি রয়েছে এই জাহাজে।
ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি প্রত্যাহার না করলে সামরিক অভিযান চালানো হবে- ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী ফিলিপ হ্যামোন্ডের এই হুমকির দুই দিন পরই উপসাগরে জাহাজ পাঠানোর খবর বের হল।
এর আগে ওয়াশিংটন সফরের সময় হ্যামোন্ড সতর্ক করে দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার যে কোনো ইরানি প্রচেষ্টা হবে বেআইনি এবং ব্যর্থ। আর এই অঞ্চলের জলসীমা মুক্ত রাখার জন্য রয়্যাল নেভি যেকোনও উদ্যোগে অংশ নিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
হরমুজ প্রণালী বন্ধ করা মানে আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতির প্রবৃদ্ধিতে হুমকি সেই সঙ্গে এটা একটা আঞ্চলিক হুমকি বলেও উল্লেখ করেন তিনি।
উপসাগরে ব্রিটেনের যে জাহাজটি পাঠানো হচ্ছে এতে রয়েছে, সবচে শক্তিশালী নেভাল রাডার এবং একসঙ্গে ধেয়ে আসা একাধিক ক্ষেপণাস্ত্র বা জেটপ্লেন সনাক্ত করার মতো প্রযুক্তিও এতে রয়েছে।
ব্রিটেনের নেভি কমান্ডারদের বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে অস্ত্রশস্ত্র ও পৃথিবীকে হারিয়ে দেওয়ার মতো প্রযুক্তির যুদ্ধ জাহাজ পাঠানো ইরানিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২