ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে আর থাকবে না জ্যামাইকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, জানুয়ারি ৭, ২০১২
ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে আর থাকবে না জ্যামাইকা

কিংস্টোন: ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র জ্যামাইকার নবনির্বাচিত প্রধানমন্ত্রী ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কের অবসান ঘটিয়ে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছেন।

গত শুক্রবার জ্যামাইকার প্রধানমন্ত্রী সিম্পসন মিলার অভিষেক ভাষণে বলেন, ‘ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে শাসনতান্ত্রিক সম্পর্ক ছিন্ন করে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের এটাই সময়।

’ তার সরকার খুব শিগগির এই প্রক্রিয়া শুরু করবে বলে জানান তিনি।

এই প্রক্রিয়ায় জ্যামাইকার রাষ্ট্রপ্রধান হিসেবে একজন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে সাবেক ঔপনিবেশিক শাসকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জ্যামাইকা একটি স্বাধীন প্রজাতন্ত্র হবে।

জ্যামাইকা বর্তমানে সাংবিধানিকভাবে সংসদীয় গণতান্ত্রিক দেশ এবং এটি কমনওয়েলথভূক্ত দেশও।

বর্তমানে জ্যামাইকার সাংবিধানিক প্রধান ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। এখানে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেন ব্রিটিশ সরকার কর্তৃক্ষ নিযুক্ত গভর্নর জেনারেল, যিনি এখানে রাণীর প্রতিনিধিত্ব করেন।

ব্রিটিশ রাজতন্ত্র থেকে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মিলার বলেন, ‘আমি রাণীকে ভালবাসি। তিনি চমৎকার একজন নারী, শুধু তাইই নয় তিনি প্রাজ্ঞ এবং অপূর্ব। কিন্তু আমি মনে করি, সময় এসেছে। ’

ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এই ঘোষণা এমন এক সময়ে জ্যামাইকার প্রধানমন্ত্রীর মুখে উচ্চারিত হলো, যখন দেশটি তার সাবেক ঔপনিবেশিক শাসকদের অধীনতা থেকে স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বর্ষ উদযাপন করতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।