ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শরীরের দ্বিগুণ ওজনের টিউমার অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, জানুয়ারি ৭, ২০১২
শরীরের দ্বিগুণ ওজনের টিউমার অপসারণ

হো চি মিন সিটি: ভিয়েতনামের এক ব্যক্তির পা থেকে ৮২ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা। ভিয়েতনামের রাজধানী হো চি মিন সিটির একটি হাসপাতালে গত বৃহস্পতিবার এই সফল অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে এখন দ্রুত আরোগ্যের পথে রয়েছেন তিনি।

অপসারিত টিউমারটির ওজন ওই ব্যক্তির ওজনের দ্বিগুনেরও বেশী বলে জানা যায়।

জানা গেছে, দ্রুত বাড়তে থাকা এই টিউমারটি আক্রান্ত ব্যক্তি নগুয়েন ডুই হায়কে অসহায় করে ফেলে এমনকি অপারেশনের আগে পর্যন্ত তিনি ছিলেন  চলাফেরায় অক্ষম।

টিউমারটি অপসারনের পর মেপে দেখা যায় এর ওজন ১৮০ পাউন্ড বা ৮২ কেজি। তবে অপারেশনের আগে এর ওজন ২০০ পাউন্ড হতে পারে বলে ধারণা করেছিলেন চিকিৱসকরা।

টিউমারে আক্রান্ত ৩১ বছর বয়সী ডুই হায় যে ট্িউমারটি নিয়ে ভুগছিলেন সেটি ভন রেকলিংহসেন্স নিউরোফাইব্রোমেটোসিস নামের এক রোগ থেকে সৃষ্ট বলে জানা যায়।

টিউমারটি অপসারন করা হলেও আক্রান্ত ব্যক্তির শরীরে আবারও নতুন করে টিউমার দেখা দিতে পারে বলে সর্তক করে দিয়েছেন তিনি।

তবে তিনি আশ্বস্ত করে বলেন, নতুন টিউমার জন্ম নিলেও তা আর আগের আকার ধারণ করতে পারবে।

তবে চিকিৎসকরা আশা প্রকাশ করেন যে আক্রান্ত ব্যক্তি হাইয়ের পালমোনারি কার্যক্রম আগামী দশদিনের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে।

এদিকে, টিউমার আক্রান্ত ব্যক্তি হায় ইতিমধ্যেই ভুলে গেছেন তিনি আগে কিভাবে হাটতেন। তাকে এখন নতুন করে চলাফেরা এবং অন্যান্য প্রাত্যহিক কাজ আবারো শিখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

হায় এর শরীরে  টিউমারের অস্তিত্ব ধরা পড়ে যখন তার বয়স ছিল চার। এরপর থেকে এটি বাড়তে বাড়তে ৮২ কেজি ওজনের এক বিশাল টিউমারে রূপ নেয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।