ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাবিকদের উদ্ধার ‘মানবিক’ কাজ: ইরান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, জানুয়ারি ৭, ২০১২
নাবিকদের উদ্ধার ‘মানবিক’ কাজ: ইরান

তেহরান: আরব সাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের উদ্ধারের ঘটনাকে ‘মানবিক কর্ম’ বলে বর্ণনা করেছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহী বলেছেন, জলদস্যুদের কবলে পড়া এমন অনেক বিদেশি নাবিকদের তার দেশের নাবিকরাও উদ্ধার করেছে।



তবে যুক্তরাষ্ট্রের এই কাজ দুই দেশের মধ্যে বর্তমান সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না বলে উল্লেখ করেন তিনি।

এদিকে ইরানের ফারস বার্তা সংস্থা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এই উদ্ধার অভিযানের ব্যাপারে সন্দেহ পোষণ করেছে। তারা এটাকে হলিউডি সিনেমা বলে বর্ণনা করেছে। এই ঘটনাকে তারা সাজানো নাটক বলে অভিহিত করছে।

এর আগে আরব সাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ১৩ ইরানি নাবিককে উদ্ধারের কথা জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
এই নাবিকরা তাদের মাছ ধরার জাহাজসহ জলদস্যুদের হাতে প্রায় ৪০ দিন যাবৎ জিম্মি ছিল বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

গত শুক্রবার মার্কিন নৌবাহিনী জানায়, আরব সাগরে টহলরত তাদের ক্ষেপণাস্ত্র সজ্জিত ডেস্ট্রয়ার ইউএসএস কিড জিম্মি ইরানি জাহাজ আল মোলাই বিপদসঙ্কেত পায়। তখনই হেলিকপ্টার নিয়ে তারা তাদের উদ্ধার করে সেই সঙ্গে ১২ জন জলদস্যুকেও আটক করেছে তারা।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।