বুয়েন্স আয়ার্স: আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফার্নান্দেস দি কিরচনার দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হননি।
শনিবার প্রেসিডেন্টের মুখপাত্র আলফ্রেদো স্কক্কিমারো এই কথা জানিয়েছেন।
থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হওয়ার সন্দেহে গত সপ্তাহেই ফার্নান্দেসের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নেওয়া হয়। সে সময় হাজার হাজার সমর্থক হাসপাতালের বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করেন।
মুখপাত্র আলফ্রেদো বলেন, অস্ত্রোপচারের পরবর্তী পরীক্ষায় প্রেসিডেন্টের শরীরে কোনো ক্যান্সার কোষের সন্ধান পাওয়া যায়নি। এই খবর জানার সঙ্গে সঙ্গে পিলারে অস্ত্রাল ইউনিভার্সিটি হাসপাতালের বাইরে অপেক্ষারত সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।
প্রেসিডেন্টের চিকিৎসকরা মনে করছেন, তার চিকিৎসা যা হয়েছে তাইই যথেষ্ট। তেজষ্ক্রিয় আলেয়াডিনের চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই।
প্রেসিডেন্ট তার সরকারি বাসভবনে ফিরে গেছেন বলে জানা আলফ্রেদো।
এর আগে গত ২৭ ডিসেম্বর প্রেসিডেন্টে ফার্নান্দেসের শরীরে ক্যান্সার ধরা পড়ার খবর ছড়েয় পড়ে।
উল্লেখ্য, লাতিন আমেরিকার নেতাদের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর যেনো নিয়মিত। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ, প্যারাগুয়ের নেতা ফার্নান্দো লুগো এবং ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাও ক্যান্সার আক্রান্ত। তারা বর্তমানে চিকিৎসাধীণ রয়েছেন।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২