ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া শিগগির চালু করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, জানুয়ারি ৮, ২০১২
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া শিগগির চালু করবে ইরান

তেহরান: পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের চরম উত্তেজনার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া ফের শুরু করার ঘোষণা দিয়েছে ইরান।

রোববার ইরানের গণমাধ্যম একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, তাদের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট খুব শিগগির চালু হবে।



ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান ফেরিয়াদুন আব্বাসি দাভানিককে উদ্ধৃত করে বলা হয়েছে, ফরদো নিউক্লিয়ার সমৃদ্ধকরণ প্ল্যান্ট অদূর ভবিষ্যতেই চালু হবে। এই প্ল্যান্টে ২০, ৩.৫ এবং ৪ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে।

তবে কয়েক মাস আগে থেকেই ইরান বলে আসছে, তারা ফরদো প্ল্যান্ট চালুর পরিকল্পনা করছে। এই প্ল্যান্টটি ইরানের মধ্যাঞ্চলে শিয়া মুসলিমদের পবিত্র শহর কোমে একটি পর্বতের পাশে মাটির গভীরে নির্মাণ করা হয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমের বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগ সবচে বেশি। এ নিয়ে জাতিসংঘ চতুর্থবারের মতো দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আরও কঠোর অবরোধ আরোপ করেছে দেশটির মূলত তেল শিল্পকে লক্ষ্য করে।

উল্লেখ্য, ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটির কথা পশ্চিমা গোয়েন্দারা অনেকবার বললেও ইরান বরাবর অস্বীকার করে আসছিল। তবে ২০০৯ সালের সেপ্টম্বরেই প্রথম জাতিসংঘের পরমাণু শক্তি কমিশনের (আইএইএ) কাছে এর অবস্থান প্রকাশ করে ইরান।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।