কায়রো: মিশরে হোসনি মোবারক পরবর্তী সাধারণ নির্বাচনে ইসলামপন্থীদলগুলো নিরঙ্কুশ বিজয় পেতে যাচ্ছে।
সংসদের নিম্নকক্ষ নির্বাচনে দেশটির প্রধান ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি এবং কট্টরপন্থী সালাফি মতাদর্শের আল নূর পার্টি ৬০ শতাংশ ভোট পেয়েছে বলে দাবি করছে।
নির্বাচনের চূড়ান্ত দফায় সরকারিভাবে প্রকাশিত প্রাথমিক ফলাফলেও ইসলামপন্থীদের এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে।
এর আগে গত শনিবার নির্বাচন কমিশনার আবদেল মোয়েজ ইবরাহীম জানিয়েছেন, চূড়ান্ত দফার ভোটাভুটিতে প্রায় ৬২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে খবর প্রকাশ করা হয়েছে, গত ৩ এবং ৪ জানুয়ারিতে মোট নয়টি প্রদেশে চূড়ান্ত দফা ভোট গ্রহণের প্রকাশিত ফলাফলে ৯টি প্রদেশের ৭টিতেই মুসলিম ব্রাদারহুড এগিয়ে রয়েছে।
অপর দুটি প্রদেশে এগিয়ে আছে সালাফিপন্থী রাজনৈতিক দল আল নূর পার্টি।
বাকী ৪৩ আসনের ভোট গ্রহণ আগামী ৯ এবং ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানায় রাষ্ট্রীয় টেলিভিশন।
ব্রাদারহুডের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স পার্লামেন্টে এখন পর্যন্ত মোট আসনের ৪১ শতাংশ আসনে জয়লাভ করেছে। অপর দিকে আল নূর দাবি করছে তারা জয় পেয়েছে ২০ শতাংশ আসনে।
সূত্র মতে, মোবারকের শাসনামলে নিষিদ্ধ এবং নির্যাতীত ইসলামপন্থী দলগুলো ২০১১’র ২৮ নভেম্বর শুরু হওয়া নিম্নকক্ষ ভোটের দু’দফাতেই ৬৫ শতাংশ ভোট পেয়ে দেশটির পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে।
মিশরে নতুন সংসদের প্রধান কাজ হবে নতুন সংবিধানের খসড়া তৈরির লক্ষ্যে একটি কমিশন গঠন করা।
মিশরের কট্টরপন্থী সালাফিপন্থীদের দল আল নূর কঠোর ইসলামি শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। অপরদিকে অপেক্ষাকৃত উদারপন্থী ব্রাদারহুড মিশরকে একটি উদার ইসলামি রাষ্ট্রে পরিণত করতে চায়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১২