তাইপেদো: মিয়ানমারের গণতান্ত্রিক সংগ্রামের নেত্রী অং সান সু চিকে দেশটির সরকারে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে।
রোববার দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা নাই জিন ল্যাট জানান, আগামী এপ্রিলে অনুষ্ঠেয় উপ-নির্বাচনে সু চি যদি জিততে পারেন তাহলে তাকে বর্তমান বেসামরিক সরকারে একটি গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে।
তবে বিষয়টি সম্পূর্ণ তার ইচ্ছার ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি।
মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াইয়ে দীর্ঘদিন কারা নির্যাতিত, শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি এপ্রিলে অনুষ্ঠেয় উপ নির্বাচনে অংশ নেবেন বলে তার দল নিশ্চিত করেছে।
মিয়ানমারের বর্তমান সেনা সমর্থিত সংসদ সেনা বাহিনীরই পুতুল রাজনৈতিক দলের মধ্যে ভাগবাটোয়ারার ভিত্তিতে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে গঠিত ।
তবে সাম্প্রতিক সময়ে গণতন্ত্রের পথে উত্তরণের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে সংবিধানে সংশোধনী এনেছে এবং সু চির দলের বৈধতাও দিয়েছে তারা।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১২