নয়াদিল্লি: ভারতের রাজধানী দিল্লিকে নারীদের জন্য আরও নিরাপদ করতে পুলিশ প্রশাসনের নেওয়া সব পদক্ষেপই ব্যর্থ হচ্ছে।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী নগরীতে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা ২০১০ সালের তুলনায় আশঙ্কাজনক হারে বেড়েছে।
তবে সবচে ভয়াবহ দিক হচ্ছে, এরকম ঘটনার শিকার নারীদের বেশিরভাগই প্রায় ৯৮ শতাংশ নিকটাত্মীয় এবং পরিচিত পুরুষদের দ্বারা যৌনহয়রানি এমনকি ধর্ষণের শিকার হন।
দিল্লি পুলিশ ২০১১ সালে ৫৬৮টি ধর্ষণের ঘটনা নথিভূক্ত করে যেখানে ২০১০ সালে নথিভূক্ত হয়েছিল ৫০৭টি ঘটনা।
দিল্লি পুলিশের বার্ষিক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বিকে গুপ্ত এই পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, ‘২০১১ সালে নথিভূক্ত ৫৬৮টি ধর্ষণের ঘটনার মধ্যে ৫৫০টিই ঘটিয়েছেন পরিচিতরাই। যেখানে মাত্র ২ শতাংশ ধর্ষণের ঘটনা ঘটে অপরিচিত লোকদের হাতে।
রাজধানী দিল্লি শহরেও নারীদের যৌন হয়রানির ঘটনা বেড়েছে দৃশ্যমান হারে। দিল্লিতে ২০১১ সালে যৌন নিগ্রহের ৬৫৩টি ঘটনা রেকর্ড করা হয় পক্ষান্তরে ২০১০ সালে রেকর্ড হয়েছিল ৬০১টি ঘটনা।
তবে নারীদের বিরুদ্ধে সংঘটিত এসব অপরাধের পরিমাণ কমিয়ে নগরীকে নারীদের জন্য আরও নিরাপদ করতে দিল্লি পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান গুপ্ত।
তিনি বলেন, ‘এর অংশ হিসেবে দিল্লির পুলিশ বিভাগে আরও বেশি নারী পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে। এছাড়া দিল্লির সব পুলিশ চৌকিতে আক্রান্তদের সঙ্গে যোগাযোগের জন্য নারী পুলিশ নিয়োগ দেওয়া হবে।
প্রসঙ্গত, পরিচিতজনদের হাতে নারীদের যৌন নিপীড়নের ঘটনা শুধু ভারতেই নয় এই সমস্যা পৃথিবীব্যাপীই রয়েছে। গত বছর প্রকাশিত একটি জরিপে দেখা যায়, অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা একইভাবে তাদের পরিচিত জনদের দ্বারাই হয়রানি বা ধর্ষণের শিকার হন।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১২