ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

৮০ মিটার সুরঙ্গ খুঁড়ে কারাগার থেকে পলায়ন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, জানুয়ারি ৮, ২০১২
৮০ মিটার সুরঙ্গ খুঁড়ে কারাগার থেকে পলায়ন!

আরবিল: একেবারে হলিউডি সিনেমার অবিকল কাণ্ড ঘটিয়েছেন ইরাকের একটি কারাগারের কয়েকজন বন্দি। হলিউডের শাশঙ্ক রিডেম্পশন সিনেমার সেই বন্দি যে ছোট্ট একটি হাতুরি দিয়ে দীর্ঘ সুরঙ্গ খুঁড়ে পালিয়েছিলেন তার মতো করে ৮০ মিটার দীর্ঘ সুরঙ্গ দিয়ে পালিয়েছেন ১১ জন কারাবন্দী।



ইরাকের উত্তরাঞ্চলীয় একটি কারাগারে গত শনিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে কারাকর্তৃপক্ষের নাকের ডগায় এতো বড় সুরঙ্গ তৈরি করল আর কাকপক্ষীও তা টের পেল না- এই ঘটনা জেনে হতভম্ব কারাগারের গভর্নর।

উত্তরাঞ্চলীয় কুর্দি প্রদেশ দোহুকের জিরগা কারাগারের ১১ জন বন্দি পালিয়ে গেছে বলে এক বিবৃতিতে  জানিয়েছেন কারাগারের প্রধান শাবান জামেল।

তবে বন্দিরা সুরঙ্গ খুড়লেও সেখানে কোনও প্রমাণ রেখে যায়নি। ফলে তারা কীভাবে সুরঙ্গটি খুড়তে পারল তাও বুঝা যাচ্ছে না।

মাদক চোরাচালান, খুনসহ বিভিন্ন অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এই বন্দিরা ৫ বছর ধরে এই কারাগারে ছিল বলে জানা গেছে।

পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২০০৮ সালে স্থাপিত জিরগা কারাগারটিতে আটক বন্দির সংখ্যা প্রায় ৬শ’। ইরাকের স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানের শ্রম এবং সমাজ সেবা বিষয়ক মন্ত্রণালয় কারাগারটি পরিচালনা করে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।