ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতার বেকসুর খালাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, জানুয়ারি ৯, ২০১২
মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতার বেকসুর খালাস

কুয়ালালামপুর: আদালতে করা অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেন মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। দেশটির একটি আদালত তাকে নির্দোষ ঘোষণা করে।



২০০৮ সালে আনোয়ারের একসময়কার সহযোগি সাইফুল বুখারি আজলান তার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ এনেছিলেন।

এই অভিযোগের প্রেক্ষিতে গত দুই বছর ধরেই চলে পক্ষ-বিপক্ষের আইনী লড়াই। অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর আনোয়ার বলেন, সত্যি, অামি কিছুটা বিস্মিত।

আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে যে ডিএনএ নমুনা আদালতে পেশ করা হয়েছিল তা ‘দূষিত’ বলে ঘোষণা করে আদালত।
 
মালয়েশিয়ায় সমকামিতা একটি ফৌজদারি অপরাধ। এ অপরাধের জন্য সর্বোচ্চ বিশ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে মালয়েশিয়ায়।

আনোয়ার ইব্রাহিম ছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির বিন মোহাম্মদের অন্যতম রাজনৈতিক সহযোগি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।