ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, জানুয়ারি ৯, ২০১২
ভেনেজুয়েলার কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

মিয়ামি: যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে ভেনেজুয়েলার কূটনীতিক লিভিয়া একোস্তা নগুরাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী মঙ্গলবারের মধ্যেই তাকে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হবে বলেও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানায়।


 
২০০৮ সালে মেক্সিকোয় অবস্থিত ভেনেজুয়েলার দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালানো হয়েছিল এমন অভিযোগের প্রেক্ষিতেই তাকে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয়েছে।
 
একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়, ঘটনা তদন্তে এফবিআই কাজ করে যাচ্ছে।
 
যুক্তরাষ্ট্রের পক্ষে একজন মুখপাত্র বলেন, ‌ভিয়েনা কনভেনশনের আর্টিকেল নম্বর ২৩ অনুসারে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
গত ডিসেম্বর মাসেই কংগ্রেসের চারজন সদস্য ওই কূটনীতিকের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে লিখিতভাবে তাদের মতামত ব্যক্ত করেন।
 
লিখিত ওই বক্তব্যে তারা জানান, গত মাসে স্প্যানিশ ভাষায় সম্প্রচারিত ইউনিভিশন নেটওয়ার্কে একোস্তা নাগুরা যুক্তরাষ্ট্রে সাইবার হামলার ব্যাপারে কথা বলেন। ইরান এবং কিউবার দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালানো হয়েছিল সেই সময়। আর ওই সময় তিনি ছিলেন মেক্সিকোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।