সিডনি: প্রশান্ত মহাসাগরের সলোমান দ্বীপপুঞ্জে সোমবার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬.৬ মাত্রার এই ভূমিকম্পটি সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জে আঘাত হানলেও কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউএসজিএস।
আনুমানিক বেলা তিনটার দিকে কিরাকিরা থেকে ৩৫০ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের মূল আঘাতস্থল হলো সলোমানের মূল দ্বীপ মাকিরাতে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ সেন্টার কোনোপ্রকার সুনামির আশঙ্কা করেনি। তবে এই অঞ্চলে স্থানীয়ভাবেও অনেক সময় সুনামির সতর্কবানী জারি করা হয়।
ভূমিকম্পে ঠিক কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২