ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানে সিআইএ’র হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে একজনের মৃত্যুদন্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, জানুয়ারি ৯, ২০১২
ইরানে সিআইএ’র হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে একজনের মৃত্যুদন্ড

তেহরান: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে গুপ্তচরবৃত্তির কারণে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে মৃত্যুদন্ড দিয়েছে ইরান। তেহরানের স্থানীয় গণমাধ্যম থেকে এ ব্যাপারে জানানো হয়।



ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, ‘আমির মিরাজি হেকমতিকে বৈরি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে কাজ করার জন্য মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। তিনি ইরানে সন্ত্রাসী কর্মকান্ডের সূচনা করতে চেয়েছিলেন। ’

২৮ বছর বয়সী হেকমতিকে গতমাসে আদালতে তোলা হয়। কিন্তু হেকমতির যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবার জানায়, হেকমতি ইরানে তার দাদার সঙ্গে দেখা করতে গিয়েছিল।

এদিকে হেকমতিকে মিথ্যে কারণ দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে যেন মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
 
তবে ইরানের দাবি, হেকমতিকে আফগানিস্তানে এবং ইরাকের যুক্তরাষ্ট্রের সেনাক্যাম্পে ট্রেনিং দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য পাঠানো হয়েছে ইরানে।
 
হেকমতির বরাত দিয়ে ফার্স জানায়, ‘আমি সিআইএ’র দ্বারা প্রতারিত হয়েছি। আমাকে ইরানের গোয়েন্দা ব্যবস্থা ভেঙ্গে ফেলতে বলা হয়েছিল। একই সঙ্গে সেখানে সিআইএ’র নতুন সোর্স হিসেবে কাজ করতেও বলা হয়েছিল। তবে ইরানের ক্ষতি করার কোনো ইচ্ছাই আমার ছিল না। ’

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।