ইসলামাবাদ: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী রেহমান মালিক সোমবার একথা জানান।
কারণ হিসেবে মালিক বলেন, বেনজির ভুট্টো হত্যা মামলায় মোশারফকে ইতোমধ্যেই অপরাধী হিসেবে স্বীকৃত করা হয়েছে।
এর আগে দেশটির উচ্চপদস্থ বিশেষ কৌসুলি এম আজাহার চৌধুরী বলেন, ‘বেনজির ভুট্টো হত্যা মামলায় ইতোমধ্যেই মোশারফকে দোষি বলা হয়েছে। আলাদা করে তার জন্য আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রয়োজন পরে না। ’
আজাহার চৌধুরীর এই বক্তব্যের পরপরই রেহমান মালিক এবক্তব্য দিলেন।
পাকিস্তানভিত্তিক একটি গণমাধ্যম জানায়, ‘রওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালত মোশারফকে দোষি হিসেবে ঘোষণা দেয়। ’
পারভেজ মোশারফ বর্তমানে অল পাকিস্তান মুসলিম লীগের (এপিএমএল) নেতৃত্ব দিচ্ছেন। কয়েকদিন আগেই তিনি জানুয়ারি মাসে দেশে ফিরে আসবেন বলে ঘোষণা দিয়েছিলেন।
মালিক আরও বলেন, ফাসাদ গেট কেলেঙ্কারি পাকিস্তানের জনগণকে লজ্জার মধ্যে ফেলেছে। ব্যবসায়ী মানসুর ইজাজ পাকিস্তানের নাগরিক নয়।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২