ইসলামাবাদ:পাকিস্তানে জঙ্গীদের হাতে অপহৃত ১০ পাকিস্তানি আধাসামরিক সেনার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দেশটির একটি সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করে।
নিহত সেনাদের লাশ দেশটির আদিবাসী অধ্যুষিত উত্তর পশ্চিমাঞ্চলীয় পাবর্ত্য এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
নিখোঁজ আধাসামরিক বাহিনীর সেনাদের লাশ গুলিবিদ্ধ অবস্থায় ডাবোরি শহরের অদূরে অবস্থিত একটি সঙ্কীর্ণ উপতক্যা থেকে উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। তবে তাদের ঠিক কখন হত্যা করা হয় তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
পাকিস্তানের আফগান সীমান্ত সংলগ্ন ওরাকজাই পার্বত্য এলাকায় অবস্থিত একটি সেনা তল্লাসি চৌকিতে গত মাসে হামলা চালিয়ে জঙ্গীরা এই সেনাদের অপহরণ করে বলে জানায় কর্তৃপক্ষ।
এর আগে পাকিস্তানে গত সপ্তাহে তালেবান জঙ্গীরা ১৫ জন স্থানীয় আদিবাসী পুলিশকে হত্যা করে। তাদেরকেও গত ডিসেম্বরে অপহরণ করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।
জঙ্গীদের হাতে নিহত সেনারা পাকিস্তানের আধাসামরিক ফ্রন্টিয়ার কোর বাহিনীর সদস্য। এই বাহিনী মূলত আদিবাসী অধ্যুষিত এলাকায় জঙ্গীবিরোধী অভিযানে নিয়োজিত। জঙ্গীরা গত ২৩ ডিসেম্বর ওরাকজাই এলাকার একটি সেনাচৌকিতে হামলা চালায়। এসময় জঙ্গীদের হাতে নিহত সেনারা অপহৃত হয় বলে জানায় কর্তৃপক্ষ।
পাকিস্তানের নিরাপত্তাবাহিনী আফগানিস্তান সীমান্ত সংলগ্ন দেশটির অশান্ত পার্বত্য এলাকায় জঙ্গী দমনে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এই অভিযানে এবং উভয় পক্ষের সংঘাতে ইতোমধ্যেই বেসামরিক লোকসহ প্রায় চল্লিশ হাজার লোক নিহত হয়েছে বলে জানায় গণমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২