ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভেনেজুয়েলা সফরে মাহমুদ আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, জানুয়ারি ৯, ২০১২
ভেনেজুয়েলা সফরে মাহমুদ আহমাদিনেজাদ

কারাকাস: ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ লাতিন আমেরিকার চারদেশ সফর করছেন। এখন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সঙ্গে দেখা করতে ভেনেজুয়েলায় অবস্থান করছেন।



আহমাদিনেজাদের এই সফরকালীন সময়ে তিনি নিকারাগুয়া, কিউবা এবং ইকুয়েডরে সফর করবেন।
 
ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে সম্প্রতি সৃষ্ট জটিলতায় বন্ধুরাষ্ট্রগুলোতে সম্প্রীতি বাড়াতে আহমেদিনেজাদ এই সফর করছেন। এছাড়াও দরকার পড়লে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে বলেও ঘোষণা দেয়।
 
রোববার আহমাদিনেজাদকে কারাকাসের সিমন বালিভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করতে দেখা যায়। এসময় তিনি স্মিত হাসলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব তিনি দেননি। এসময় তাকে অভ্যর্থনা জানান ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এলিস জুয়া এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা।
 
আহমাদিনেজাদ ভেনেজুয়েলা পৌঁছানোর কয়েকঘণ্টা আগে হুগো শ্যাভেজ বলেন, ‘আমরা কারও জন্যই হুমকির নই। আমাদের অধিকার আছে এবং আমরা সার্বভৌম। ‘

শ্যাভেজ দেশটির বামপন্থী বলিভারিয়ান অ্যালায়েন্সের নেতৃত্ব দেন। ইরানকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন তিনি।

আহমাদিনেজাদ এবং শ্যাভেজ দুজনেই আগামী মঙ্গলবার নিকারাগুয়া সফরে যাবেন নতুন করে পুন:নির্বাচিত প্রেসিডেন্ট দানিয়েল অর্তেগার সঙ্গে দেখা করতে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।