ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রোলস রয়েস বিক্রিতে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, জানুয়ারি ৯, ২০১২
রোলস রয়েস বিক্রিতে রেকর্ড

লন্ডন: রোলস রয়েস এক হিসেবে জানায় ২০১১ সালে তাদের ৩ হাজার ৫শ ৩৮ টি গাড়ি বিক্রি হয়েছে। গত বছরে গাড়ি বিক্রির ক্ষেত্রে এটি ছিল তাদের জন্য একটি রেকর্ড।



বিএমডব্লিউর মালিকানাধীন আভিজাত্যিক গাড়ি মারকুই বিক্রি গত বছরের তুলনায় বেড়েছে ৩১ শতাংশ। যদিও বিক্রির পরিমান ১৫০ শতাংশ বেড়েছে কিন্তু এই বৃদ্ধির হার গত বছরের তুলনায় কমেছে।

রোলস রয়েসের গোস্ট মডেলটি এর প্যানটম মডেলের চেয়ে ছোট ও কম আভিজাত্যপূর্ন। কিন্তু গোস্ট মডেলটি এর বিক্রির পরিমান বাড়াতে ব্যাপক ভূমিকা পালন করেছে। গোস্ট মডেলের বিক্রির পরিমান ছিল ১ লক্ষ ৬৫ হাজার ডলার আর প্যানটম মডেলের বিক্রির পরিমান ছিল ২ লক্ষ ৩৫ হাজার ডলার।

রোলস রয়েসের প্রধান টরসেন মুলার অটোভাস বলেন, ২০১১ সালটি ছিল আমাদের জন্য একটি অবিস্মরনীয় বছর।

প্যারেন্ট প্রতিষ্ঠান বিএমডব্লিউ তাদের বিএমডব্লিউ মিনি বিক্রিতে রেকর্ড করেছে। এছাড়া রোলস রয়েসের মারকুই গত বছরে বিক্রি বেড়েছে ১৪ দশমিক ২ শতাংশ। পরিমান ১৬ লক্ষ ৬৮ হাজার ৯শ ২৮ টি।

২০১১ সালে রোলস রয়েস তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান বেন্টলে থেকে এগিয়ে আছে। গত বছর এর বিক্রয় ছিল ৭ হাজার ৩ শ টি গাড়ি। শতাংশের দিক থেকে এর পরিমান ৩৭ শতাংশ যা প্রতিষ্ঠানটিতে মন্দা থেকে বের হতে সাহায্য করবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।