ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তর ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, জানুয়ারি ৯, ২০১২
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তর ভারত

নয়াদিল্লী: বিরামহীন শৈত্যপ্রবাহে সমগ্র উত্তর ভারত এখন বিপর্যস্ত। প্রচন্ড শৈত্যপ্রবাহে  কম্পমান এই অঞ্চলের অধিবাসীরা এখন ঠান্ডার প্রকোপ থেকে নিষ্কৃতির অপেক্ষায়।


 
শৈত্যপ্রবাহের মধ্যেই ভারতের সর্ব উত্তরের পার্বত্য রাজ্য জম্মু এবং কাশ্মীরে ব্যাপক তুষারপাতের খবর পাওয়া গেছে। এর পাশাপাশি  পাঞ্জাব এবং হিমালয়ের পাদভূমি  হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডেও ব্যাপক বরফ পড়েছে বলে জানায় সংবাদ মাধ্যম।

ব্যাপক এই শৈত্যপ্রবাহের মধ্যেই ভারতের আবহাওয়া অধিদপ্তর শুনিয়েছে আরও  হতাশার খবর। আগামী দিনগুলোতে এই রাজ্যগুলোতে আরও ব্যাপক তুষারপাত হতে পারে বলে  জানিয়েছে তারা।

তবে চলমান শৈত্য প্রবাহের সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু এবং কাশ্মীর। সেখানে এখন তাপমাত্রা শুন্য ডিগ্রী সেলসিয়াসেরও নীচে।

বিদ্যুৎ স্বল্পতার কারণে  পার্বত্য এই রাজ্যের বেশীর ভাগই এখন  অন্ধকারে ঢাকা পড়েছে। ব্যাপক তুষার পাতের কারণে বিদ্যুৎ সরবরাহের লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

তুষার পাতের ভয়াবহতা এত বেশী যে ভারতের মূল ভুখন্ডের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একমাত্র মহাসড়কটিও গত তিনদিন ধরে বরফ জমে অচল হয়ে আছে।

তবে মহাসড়কটির স্থানে স্থানে জমে থাকা বরফ পরিষ্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে জানায় কর্তৃপক্ষ।

আবহাওয়া স্বাভাবিক থাকলে আগামী কালের মধ্যেই মহাসড়কটি আংশিক ভাবে হলেও চালু করা যাবে বলে আশা প্রকাশ করেছে রাজ্যের সড়ক কর্তৃপক্ষ।

ঠান্ডার ব্যাপকতায় রাজধানী শ্রীনগরের বিখ্যাত ডাল লেক ইতিমধ্যেই জমে কঠিন বরফে পরিনত হয়েছে। রাজৌরিতে ভারী তুষার পাতের  কারণে সকল স্থাপনা বরফে ঢাকা পড়েছে। সেখানকার সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে।

তুষারপাত হয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যেও। রাজ্যের পাঠানকোটে গত ৪০ বছরের মধ্যেই এবারই প্রথম তুষারপাত হয়েছে বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। অথচ পাঞ্জাবের এই জেলাটিতে গ্রীষ্মকালে এমনিতেই তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেলসিয়াসের ওপরে চলে যায়।

পাঠানকোটের তুষারপাত অনেককে তাই স্বাভাবিক ভাবেই বিস্মিত করেছে।

এদিকে হিমাচল রাজ্যেও ব্যাপক তুষারপাত ঘটে। রাজ্যের কাংগরা এলাকায় ৩৫ বছর পর তুষারপাত হয় বলে জানা গেছে। সেখানকার তাপমাত্রা অধিকাংশ স্থানেই শুণ্য ডিগ্রীর আশেপাশে ঘোরাফেরা করছে। তবে জনপ্রিয় পর্যটন স্থল মানালিতে তাপমাত্রা ০.৪ ডিগ্রী সেলসিয়াস বলে জানায় সংবাদ মাধ্যম।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।