ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সুইস ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৩, জানুয়ারি ১০, ২০১২
সুইস ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

বার্ন: সুইজারল্যান্ডের জাতীয় ব্যাংকের চেয়ারম্যান ফিলিপ হিলডেব্রান্ড পদত্যাগ করেছেন।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকটি মুদ্রা বাজারে সুইস ফ্রাঁ’র বিনিময় হার কমানোর ঠিক আগ মুহূর্তে তিনি একটি লেনদেন করেছিলেন এমন খবর বের হওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নিয়ম বহির্ভূত কিছু করেছিলেন।



তার স্ত্রী কাশহায়া গত আগস্টে ব্যাংক থেকে ৫ লাখ ৪ হাজার মার্কিন ডলার উত্তোলন করেছিলেন সে বিষয়টিও এখন নিশ্চিত। তিনি এই কাজটি করেছিলেন ব্যাংকের নতুন বিনিময় হার নির্ধারণের মাত্র তিন সপ্তাহ আগে।

তবে কোনো ভুল হয়েছে এমন অভিযোগ তারা দু’জনেই অস্বীকার করেছেন।

এ ব্যাপারে হিলডেব্রান্ড সংক্ষিপ্ত বিবৃতি দেবেন বলে জানা গেছে।

তবে গত সপ্তাহেই সুইস ন্যাশনাল ব্যাংক বলেছে, তার স্ত্রী নিয়মের বাইরে কিছু করেননি।

এসব বিষয় গত বৃহস্পতিবারই প্রথম প্রকাশ্যে কথা বলেছেন হিলডেব্রান্ড। তার দাবি, তিনি কোনো ধরনের আইন লঙ্ঘন করেননি।

তবে স্বীকার করেছেন, ওই সময় কিছু লেনদেন তাকে সন্দেহযুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট। সেই সঙ্গে তিনি এও বলেন যে, তিনি পদত্যাগ করছেন না।

এ ব্যাপারে ইনফরমা গ্লোবাল মার্কেটের একজন বিশ্লেষক টনি নিমান বলেছেন,  ‘হিলডেব্রান্ডের অবস্থানটি ছিল অসমর্থনযোগ্য। এখন সেটা প্রমাণিত হল। ’

বাংলাদেশ সময়: ০৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।