ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরান ইউরেনিয়াম উৎপাদন বাড়াচ্ছে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, জানুয়ারি ১০, ২০১২
ইরান ইউরেনিয়াম উৎপাদন বাড়াচ্ছে: যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বেশ ভালো ভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের এই ইউরেনিয়াম প্রকল্প নিয়ে আবারও উৎকণ্ঠা প্রকাশ করেছে।



জাতিসংঘের পরমাণু সম্পর্কিত সংস্থা সম্প্রতি জানায়, তেহরান তার দেশের ফোর্দো পরমাণু কেন্দ্রে ইউরেনিয়াম উৎপাদন করে যাচ্ছে। ২০ শতাংশ পর্যন্ত তারা ইউরেনিয়াম উৎপাদন করছে। জাতিসংঘের এই বক্তব্যের পরই যুক্তরাষ্ট্র তার উৎকণ্ঠা প্রকাশ করেছে।

বিশেষজ্ঞদের মতে, তেহরান ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করা মানে তারা অধিক পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাচ্ছে। কিন্তু তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং ইউরেনিয়ান শান্তিপূর্ণ কাজে ব্যবহারের উদ্দেশ্যে উৎপাদন করা হচ্ছে বলেও তারা জানায়।
 
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া বেড়েই চলছে। আমরা ইরানকে আবারও বলছি ইউরেনিয়াম উৎপাদন কমাতে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’র সঙ্গে পূর্ণ সহেযাগিতা করা উচিত ইরানের। ’

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।