ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সংসদীয় আসনের জন্য লড়বেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, জানুয়ারি ১০, ২০১২
সংসদীয় আসনের জন্য লড়বেন সু চি

ইয়াঙ্গুন: সংসদীয় আসনের জন্য লড়াই করবেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। মঙ্গলবার এক বক্তব্যে নির্বাচনে লড়াই করার সত্যতা নিশ্চিত করেছেন তিনি।

আগামী এপ্রিল মাসে মিযানমারে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বছরও সু চি নির্বাচনে লড়াই করার কথা বলেছিলেন কিন্তু শেষমেষ তিনি নির্বাচন থেকে সরে যান।
 
২০১০ সালের নির্বাচনের সময় পর্যন্ত সু চি গৃহবন্দী ছিলেন। এই গৃহবন্দীদ্বের কারণে সেবার নির্বাচনে অংশগ্রহন করেনি তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি পার্টি।
 
সু চির’র এই নির্বাচনে লড়াই করার সিদ্ধান্তে দেশটিকে পুনর্গঠনের দিকে আরও একধাপ নিয়ে যাবে বলে অনেকেই মনে করছেন।
 
সু চি’র পার্টি মুখপাত্র নয়ন উইন বলেন, সোমবার পার্টির এক সভায় সু চি নির্বাচনে অংশগ্রহন করার ঘোষণা দিয়েছেন। ইয়াঙ্গুনের শহরতলির কাওয়ামু থেকে নির্বাচন করবেন সু চি। ইয়াঙ্গুন সু চি’র জন্মশহর।
 
সু চি বলেন, আমি মনে করি কিছু বাঁধা আছে এবং কিছু বিপদও আছে। সেনাবাহিনীর মধ্যে পুনর্গঠনের পক্ষে কত সংখ্যক সমর্থক রয়েছে তা আমাদের মাথায় রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।