ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানের খাইবারে বোমা বিস্ফোরণে নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, জানুয়ারি ১০, ২০১২
পাকিস্তানের খাইবারে বোমা বিস্ফোরণে নিহত ৩৫

পেশোয়ার: পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত অঞ্চল খাইবারে এক বোমা বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বোমা হামালায় ৬০জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।


 
খাইবার অঞ্চলের জামরুদ মার্কেটে এই বোমাটি বিস্ফোরিত হয়। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর কাছে রসদ পৌঁছানোর অন্যতম পথ হলো খাইবার।

খাইবার অঞ্চলের উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা শাকিল খান উমারজাই একটি বার্তাসংস্থাকে জানান, ‘বোমা বিস্ফোরণে মোট মৃতের সংখ্যা ৩৫ এবং এখন পর্যন্ত ৬৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশংকাজনক। ’

আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা মুতাহির জেব বলেন, কারা এই বোমা হামলার জন্য দায়ি তা এখনও পরিস্কার নয়। এ পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে এটি ছিল দূরনিয়ন্ত্রিত বোমা। আর বোমাটি ছিল একটি ভ্যানের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।