সাংহাই: চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিউনিস্ট সংবাদপত্র পুজিঁবাদী বিনিযোগকারী খুঁজছে। পিপলস ডেইলি নামের ওই পত্রিকাটি সাংহাইয়ের স্টক মার্কেট থেকে আট কোটি ডলার পাওয়ার আশা করছে।
চীনের শাসনাধীন কমিউনিস্ট পার্টির এই মূল মুখপত্রটি তাদের ওয়েবসাইটে অর্থ চেয়ে ঘোষণা দিযেছে। তারা আশা করছে এই অর্থ সহায়তা তাদের বাণিজ্যিক প্রতিদ্বন্দীদের সঙ্গে লড়াই করতে সহায়তা করবে।
এই অর্থ সহায়তা দিয়ে প্রাযুক্তিক উন্নয়নসহ অনলাইনে সেবা প্রদান করা হবে।
চীন তার কমিউনিস্ট নীতি অাদর্শের অনেক কিছুই পরিবর্তন করে ফেলেছে। আর এই পরিবর্তন হয় মূলত চীনের সাবেক নেতা দেং জিয়াওপিংয়ের সময়ে।
সর্বশেষ পরিবর্তন হিসেবে কমিউনিস্ট পার্টির মুখপত্রে এর ছোয়া লেগেছে। ১৯৪৮ থেকে পিপলস ডেইলি চীনের কমিউনিস্ট পার্টির মূল মুখপত্র হিসেবে কাজ করছে।
পিপলস ডেইলির ওয়েবসাইটে আগামী ছয় মাসের মধ্যে এই অর্থ সহায়তা চেয়ে আবেদন করা হযেছে। এমনকি প্রতিষ্ঠানটির তিনভাগের একভাগ শেয়ার আকারে দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।
নিজেদের পত্রিকার মোবাইল সেবা এবং সম্পাদকীয় টিমের উন্নয়নের জন্যই এই অর্থ সহাযতা দরকার বলেও পত্রিকাটির পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা. জানুয়ারি ১০, ২০১২