সিউল: উল্লেখযোগ্য সংখ্যক বন্দী মুক্তি দেবে উত্তর কোরিয়া। ফেব্রুয়ারিতে দেশটির দুই নেতার জন্মদিন উপলক্ষ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানায় উত্তর কোরিয় কর্তৃপক্ষ।
উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি(কেসিএনএ) জানায়, আগামী মাসের ১ তারিখ থেকে সাধারণ ক্ষমার এই ডিক্রি কার্যকর হবে। নেতা কিম ইল সাং এবং সদ্যপ্রয়াত নেতা কিম জং ইলের জন্মদিন উপলক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কি সংখ্যক বন্দী মুক্তি দেওয়া হবে তা এখনও জানা যায়নি।
উত্তর কোরিয়ার বর্তমান নেতা হলে কিম জং উন। তিনি প্রয়াত নেতা কিম জং ইলের তৃতীয় সন্তান এবং প্রয়াত নেতা কিম ইল সাংয়ের নাতি।
প্রতিবছরের এপ্রিল মাসের ১৫ তারিখ উত্তর কোরিয়ায় কিম ইল সাংয়ের জন্মদিন পালন করা হয়। এই দিনটিকে উত্তর কোরিয় ক্যালেন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখা হয়। এই দিনটিকে বলা হয় ‘সূর্যের দিন’। এবার তার শততম জন্মবার্ষিকী। অপরদিকে কিম ইল সাংয়ের ছেলে কিম জং ইলের এবার হলো ৭০তম জন্মদিন।
আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, উত্তর কোরিয়ার কমপক্ষে দুই লাখ রাজবন্দী রয়েছে। তবে দেশটির অপর এক পর্যবেক্ষক মিডিয়া পার্ক এই সংখ্যাটিকে তিনলাখ থেকে চার লাখের মধ্যে বলছে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২