ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ার বারে হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, জানুয়ারি ১১, ২০১২
নাইজেরিয়ার বারে হামলা, নিহত ৮

য়োবে: নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বারে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। হামলায় অন্তত আটজন মানুষ মারা গিয়েছে এবং অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।



দেশটির য়োবে রাজ্যের এই হামলার জন্য এখন পর্যন্ত কেউ দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে পুলিশ প্রশাসন এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন বোকো হারামকে দায়ি করছে।
 
এর আগে দেশটির বেনিন শহরের একটি মসজিদে এবং একটি স্ক‍ুলে আগুন লেগে পাঁচ জন মারা যায়।

দেশটিতে সাম্প্রদায়িক দাঙ্গার উত্তেজনা বিরাজ করছে। একদিকে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো থেকে মুসলিমরা পালিয়ে যাচ্ছে। অন্যদিকে খ্রিস্টান অধ্যুষিত এলাকা থেকে খ্রিস্টানরা পালিয়ে যাচ্ছে।
 
এছাড়াও জ্বালানী তেলের দামি বাড়ায় দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ অসন্তোষ ছড়িয়ে পড়ছে।
 
য়োবে পুলিশ কমিশনার তানকো লওয়াল একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানান, ‘সন্দেহভাজন ইসলামী দাঙ্গাকারীরা ওই বারে হামলা চালায়। তাদের হামলায় আটজন মানুষ মারা গিয়েছে। মৃতদের মধ্যে চারজনই পুলিশ সদস্য এবং একজন সাত বছরের শিশ‍ু রয়েছে। ’

পুলিশ আরও জানায়, হামলার পর হামলাকারী একটি হালকা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।