ঝাড়খণ্ড: ভারতের ঝাড়খণ্ড রাজ্যে দুটি ট্রেনের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। ট্রেনগুলোর একটি যাত্রীবাহী ও আরেকটি মালবাহী।
রোববার সকালে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ এলাকার কাছে এই ট্রেন দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের পাঁচজন নিহত হয়েছে।
দিল্লিগামী ব্রহ্মপুত্র মেইল ট্রেনটি করনপুর অঞ্চলে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে ধাক্কা মারে। এতে ফলে ব্রহ্মপুত্রের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২