ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আবারও পাকিস্তানে ড্রোন হামলা: তিন জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, জানুয়ারি ১১, ২০১২
আবারও পাকিস্তানে ড্রোন হামলা: তিন জঙ্গি নিহত

ওয়াজিরিস্তান: পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নামবিহীন এক বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার প‍াকিস্তানের আদিবাসী অধ্যুষিত অঞ্চল ওয়াজিরিস্তানে এ হামলা করা হয়েছে বলে জানায় স্থানীয় গোয়েন্দা কর্তৃপক্ষ।


 
কর্তৃপক্ষ আরও জানায়, উত্তর ওয়াজিরিস্তানের মিরামশাহতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
 
ওয়াশিংটন সূত্র এই হামলার সত্যতা নিশ্চিত করে জানায়, যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত একটি ড্রোন বিমান এই হামলা চালিয়েছে।

গত নভেম্বর মাসের ১৭ তারিখের পর এই প্রথম যুক্তরাষ্ট্র আবারও ড্রোন হামলা চালালো পাকিস্তানে।

ন্যাটো হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ওই সেনাদের মৃত্যুর প্রেক্ষিতে পাকিস্তান সরকার সেদেশ থেকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে তাদের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। এমনকি ড্রোন হামলায় যে শামসি বিমানঘাটি থেকে চালানো হতো সেই ঘাটিও ছেড়ে দিতে বলা হয় যুক্তরাষ্ট্রকে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।